Government Job CircularAll Jobs

বাংলাদেশ আনসার ভিডিপিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | Bangladesh Ansar VDP Job Circular 2022

Table of Contents

৮৬০টি পদে বাংলাদেশ আনসার ভিডিপিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | Bangladesh Ansar VDP Job Circular 2022

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫৩২০৬ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৭৯৭টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন রেল স্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তা বিধান করছেন। সাধারণ আনসার হিসেবে প্রশিক্ষণ করে আপনি হতে পারেন বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। তাই আজই বাংলাদেশ আনসার ভিডিপিতে রেজিস্ট্রেশন করে যোগদানের পথে একধাপ এগিয়ে যান।

 যেকোন ধরণের সরকারী বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি ও সকল শ্রেণির এসাইমেন্টের উত্তর  সোশ্যাল মিডিয়ায় পেতে সর্বদা আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।

govt job circular

 

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

পদের নামঃ সাধারণ আনসার

পদসংখ্যাঃ ৮৬০ টি

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী

আবেদন শুরুঃ ৩ই এপ্রিল, ২০২২ইং

আবেদনের শেষ সময়ঃ ৯ই, এপ্রিল, ২০২২ইং

আবেদনের লিংকঃ www.ansarvdp.gov.bd

 

govt job circular

সকল শ্রেণির এসাইনমেন্টের উত্তর পেতে আমাদের ওয়েবসাইট , ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।

প্রার্থীর বয়সঃ
আবেদনকারী প্রার্থীর বয়স ০১ এপ্রিল, ২০২২ তারিখে ১৮-৩০ বছর এর মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতাঃ

উচ্চতা- সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি

বুকের মাপ – ৩০/৩২ ইঞ্চি

দৃষ্টি শক্তি – ৬/৬

কোন দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই এ নির্বাচন করা হবে না।

অগ্রাধিকারঃ

অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া  হবে।

আবেদন ফিঃ
আবেদন ফি বাবদ প্রার্থীকে ২০০ (দুইশত) টাকা অনলাইনে মোবাইল ব্যাকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

 

চলমান বিজ্ঞপ্তিসমূহঃ

৫১১ পদে সমবায় অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | COOP Job Circular Published

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ 2022 | BRTA Job Circular 2022

২৬৮৯টি পদে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | DGHS Job Circular 2022

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) এ ৯১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | BPSC Job Circular

 

Post Related Things:

mh it jobs, ansar vdp job circular 2022,বাংলাদেশ সাধারণ নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, ব্যাটালিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২২, bangladesh ansar battalion job circular 2022,
bangladesh answer battalion circular 2022, answer battalion circular 2022,বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি 2022, ansar job 2022,bangladesh ansar battalion job circular,,বাংলাদেশ সাধারণ আনসার যোগ দিন,বাংলাদেশ সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সাধারণ আনসার নতুন নিয়োগ, ansar vdp job circular 2022,ansar vdp job circular 2022,ansar vdp new circular 2022, ansar vdp training circular 2022, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2022

 

প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে। গ্রুপে জয়েন করতে নিচের বাটনে ক্লিক করুন।

 

T.M. Hadiuzzaman

Web Developer & Future IT Specialist (Dream)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *