17th NTRCA Exam Result 2023 Published | NTRCA Written Result 2023
17th NTRCA Exam Result 2023 Published | NTRCA Written Result 2023
17th NTRCA Exam Result 2023 Published | ১৭তম শিক্ষক নিবন্ধন (স্কুল ও কলেজ পর্যায়) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফলটি দেখতে ও পিডিএফ আকারে ডাউনলোড করতে আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। এখানে কিভাবে আপনি আপনার ফলাফল দেখবেন এবং পিডিএফ আাকারে ডাউনলোড করবেন তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
আর পড়ুন- কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করবেন?
১৭তম শিক্ষক নিবন্ধন (স্কুল ও কলেজ পর্যায়) ফলাফল দেখুন
এনটিআরসিএ অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এ ফলাফল দেখতে শিক্ষক নিবন্ধন এর সরকারি ওয়েবসাইটে গিয়ে সরাসরি ফলাফল দেখতে পারবেন। অথবা NTRCA এর টেলিটক ওয়েবসাইট ntrca.teletalk.com.bd/result এখানে প্রবেশ করে দেখতে পারবেন।
আরও জানুন- সর্বজনীন পেনশন স্কিম কি, সুবিধাসমূহ এবং কিভাবে আবেদন করবেন?

১৭তম শিক্ষক নিবন্ধন (স্কুল ও কলেজ পর্যায়) ফলাফল দেখার প্রক্রিয়া(17th NTRCA Exam Result 2023)
-
- প্রথমে এনটিআরসিএ এর টেলিটক সাইটে প্রবেশ করুন।
- তারপর ফলাফল দেখতে উপরে থাকা Result বাটনে ক্লিক করুন।
- তারপর Search Result Option এ থাকা Roll No অপশনে আপনার রোল নম্বর প্রবেশ করান।
- তারপর Exam অপশন থেকে 17th NTRCA Exam (Written) এই অপশন সিলেক্ট করুন।
- এবং সবশেষে নিচের সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।
এখানে আপনি আপনার ফলাফল নিজেই দেখতে পারবেন। কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
17th NTRCA Exam Result 2023 PDF Download
এভাবে ফলাফল আসার পর ফলাফলটি পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য কিবোর্ড থেকে Ctrl + P চেপে প্রিন্ট অপশনে যেতে হবে। এখান থেকে Destination জায়গায় পিডিএফ সিলেক্ট করে সেভ করলে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আর প্রিন্ট করতে চাইলে প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। এভাবে আপনি প্রিন্ট অথবা পিডিএফ সেভ করতে পারবেন।
the_ad id=”1304″]
প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে। গ্রুপে জয়েন করতে নিচের বাটনে ক্লিক করুন।