Government Job CircularAll Jobs

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ।

 

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে ড্রাইভার পদে ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণ করতে হবে।  আবেদন ফরম খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট www.pbs.khulna.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd হতে আবেদনের নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে।

 

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমাদের পেজ ভিসিট করুন এবং নিয়মিত সকল আপডেট পেতে সঙ্গে থাকুন। সরকারি -বেসরকারি সকল চাকরির আপডেট নিউজ পেতে এম এইচ আইটি ইনস্টিটিউট ভিসিট করুন।

 

পদের নামঃ ড্রাইভার

পদসংখ্যাঃ ২ টি (কম-বেশি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতাঃ

ক) প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। নির্দেশিকা, দিক নির্দেশ পরিচালনা, সাংকেতিক চিহ্ন বুঝা, পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ থাকতে হবে।

খ) প্রার্থীর BRTA হতে প্রদত্ত (হালকা) বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

গ) প্রার্থীকে যেকোন সরকারী/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বৃহৎশিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ী চালনাসহ রক্ষণাবেক্ষণ কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে। পরিচ্ছন্ন ড্রাইভিং রেকর্ড থাকতে হবে। বিগত ৩ বছরের মধ্যে বড় ধরণের কোন দুর্ঘটনা  ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়ন  আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

বেতন স্কেলঃ ১৬,৬০০ – ৪১,৯৫০/-

আবেদনের শেষ সময়ঃ ১৫ই ডিসেম্বর ২০২১ইং

আবেদনের লিংকঃ www.pbs.khulna.gov.bd

 

আবেদন করার শর্তাবলিঃ  

১৫/১২/২০২১ইং তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

যেসকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নাঃ

বাগেরহাট, বান্দরবন, বরগুনা, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, খুলনা, মাদারীপুর, মাগুরা, মেহেরপুর, নড়াইল, পিরোজপুর, সাতক্ষীরা।

 

 

T.M. Hadiuzzaman

Web Developer & Future IT Specialist (Dream)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *