Government Job CircularAll Jobs

স্নাতক পাশে কম্পিউটার অপারেটর পদে কৃষি মন্ত্রণালয়ে চাকুরি।

বাংলাদেশ সরকারের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম – ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২) এর প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ) এ কম্পিউটার অপারেটর পদে অস্থায়ী ভিত্তিতে ২ জন লোকবল নিয়োগ প্রদান করা হবে। উক্ত প্রকল্পের মেয়াদ জুন-2023 সাল পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমাদের পেজ ভিসিট করুন এবং নিয়মিত সকল আপডেট পেতে সঙ্গে থাকুন। সরকারি -বেসরকারি সকল চাকরির আপডেট নিউজ পেতে এম এইচ আইটি ইনস্টিটিউট ভিসিট করুন।

পদের নামঃ কম্পিউটার অপারেটর (পিএমইউ)

পদসংখ্যাঃ টি

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক

বেতন স্কেলঃ ৫৪,০০০/-(সর্বসাকুল্যে)

আবেদনের শেষ সময়ঃ ৭ই ডিসেম্বর ২০২১ইং

ওয়েবসাইটঃ  http://natp2pmu.gov.bd/

আবেদন করার শর্তাবলিঃ

আবেদন করার ক্ষেত্রে যেসকল বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তা হলোঃ আবেদন কারীর বয়স অবশ্যই 07-12-2021 ইং তারিখে ১৮ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য নয়।

যোগ্যতাঃ যেকোন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রী।

অভিজ্ঞতাঃ সরকারী / বেসরকারী প্রতিষ্ঠান/ Donor Funded / প্রকল্পে কম্পিউটার অপারেটর / প্রোগ্রাম এ্যাসিসটেন্ট হিসেবে কমপক্ষে ৫ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং সহ MS WORD, MS EXCEL , POWERPOINT কাজে দক্ষ হতে হবে। ই-নথিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদনের নিয়মাবলিঃ

  • আবেদনকারীকে নির্ধারিত চাকুরির আবেদন ফরম অনুযায়ী পাসপোর্ট সাইজের ২কপি ছবিসহ আবেদন করতে হবে।
  • চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • খামের উপর স্পষ্টভাবে পদের নাম ও আবেদনকারীর নাম লিখতে হবে।

আবেদন ফরম ডাউনলোড করুন।

T.M. Hadiuzzaman

Web Developer & Future IT Specialist (Dream)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *