২৮৬ পদে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | SETU NGO Job Circular 2022 | NGO Job Circular 2022
২৮৬ পদে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | SETU NGO Job Circular 2022 | NGO Job Circular 2022
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিট (সেতু) জাতীয় পর্যায়ের একটি ক্ষুদ্রঋণ সহায়তাকারী সংস্থা। উক্ত সংস্থা পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচালিত। সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) সনদ নং- ০০০০০৪৭ ও এনজিও বিষয়ক ব্যুরোর সনদ নং-৭৯৫। সংস্থার মাঠ পর্যায়ে টাংগাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নে বর্ণিত পদ ও শর্ত এ বেশ কিছুসংখ্যাক কর্মী নিয়োগ করা হবে।
যেকোন ধরণের সরকারী বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় পেতে সর্বদা আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।
প্রতিষ্ঠানের নামঃ সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিট (সেতু)
পদের নামঃ বিভিন্ন পদ
পদসংখ্যাঃ ২৮৬ টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও স্নাতকোত্তর পাশ।
বয়সঃ- ২২ হতে ৪০ বছর
বৈবাহিক অবস্থাঃ- বিবাহিত ও অবিবাহিত সবাই।
আবেদন শেষ-ঃ ২৬শে মে, ২০২২ইং
আবেদন ফীঃ ২০০/- টাকা (বিকাশ অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্টে করতে হবে।)
আবেদনের শর্তাবলীঃ-
- প্রার্থীকে আবেদন পত্র স্ব-হস্তে লিখতে হবে। আবেদন পত্রে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা (পাশের সন ও প্রাপ্ত জিপিএ সহ), জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সচল মোবাইল নম্বর এসকল বিষয় উল্লেখ করতে হবে।
- আবেদন পত্রের সাথে সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের অনুলিপি, ইউনিয়ন পরিষদ/ পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।
- প্রার্থীকে আবেদন পত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ‘‘সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিট (সেতু)‘‘ এই নামে সোনালী ব্যাংক লি. টাংগাইল বাজার শাখা, টাংগাইল, হিসাব নং-৬০২-৬০০-১০০-১৩৪৪ এ অনলাইনে জমা দিয়ে জমার রশিদ সংযুক্ত করতে হবে অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বারে – ০১৮৮১-০০৯৮৮০ এই নাম্বারে ২০৫ টাকা (রেফারেন্স এ নিজ মোবাইল নাম্বার উল্লেখ করে) প্রদান করে Transaction ID নাম্বার আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে শিক্ষার্থীদের নির্দেশনা, প্রবেশপত্র এবং নমুনা ওএমআর ও হাজিরা খাতা পূরণের নিয়মাবলী
চলমান বিজ্ঞপ্তিসমূহঃ
১০১ পদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (ncc) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | Govt Job Circular
৫১১ পদে সমবায় অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | COOP Job Circular Published
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ 2022 | BRTA Job Circular 2022
২৬৮৯টি পদে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | DGHS Job Circular 2022
Post Related Things:
setu ngo job circular 2022, সেতু এনজিও সার্কুলার ২০২২, এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, setu ngo job update news,brac ngo job, all ngo job circular 2022, setu ngo,setu ngo job,setu ngo job circular, jagoroni ngo job circular,সেতু এনজিও চাকরির খবর, setu ngo new job circular, setu ngo job apply, how to apply ngo job,কিভাবে এনজিও চাকরির আবেদন করব, সেতু এনজিওতে আবেদনের নিয়ম,,প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২,প্রাইমারী শিক্ষক জব 2022,primary teacher niyog 2022,প্রাথমিক শিক্ষক নিয়োগ,hsc pass govt job circular 2022, govt bdjobs, new govt job circular, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে। গ্রুপে জয়েন করতে নিচের বাটনে ক্লিক করুন।