২০২১-২২ শিক্ষাবর্ষেএকাদশ শ্রেণীতে ভর্তিতথ্য | HSC Admission – 2021-22
২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যে বিষয়গুলো জানা আবশ্যকঃ
ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচনঃ
২০১৯, ২০২০, ২০২১ সালে দেশের যেকোন শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে এস এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ২০২১-২২ শিক্ষাবর্ষে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।
গ্রুপ নির্বাচনঃ
- বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যেকোন একটিতে ভর্তি হতে পারবে।
- মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যেকোন একটিতে ভর্তি হতে পারবে।
- ব্যবসায় গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যেকোন একটিতে ভর্তি হতে পারবে।
প্রার্থী যেভাবে নির্বাচন করা হবেঃ
- ভর্তির জন্য কোন বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। শুধুমাত্র শিক্ষার্থীর এস এস সি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
- ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা প্রতিষ্ঠান ভেধে ভিন্ন হবে।
- কলেজ বা সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ড এ প্রকাশ করতে হবে।
- সকল কলেজ / উচ্চমাধ্যমিক / সমমানের প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় তথ্য শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও সময় অনুযায়ী ভর্তি করবে। কোন প্রতিষ্ঠান মন্ত্রণালয় ও বোর্ড নির্ধারিত তারিখের বাইরে নিজ ইচ্ছামাফিক ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
অনলাইনে ভর্তিঃ
শিক্ষাবোর্ড অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানাঃ
শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
ভর্তির বিস্তারিত ও ফিঃ
কলেজ বা সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ শিফট, পুরুষ/মহিলা/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফিসহ অনুমোদিত অন্যান্য সকল ফি, ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ হবে।
এছাড়া বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ নোটিশ দেখুন।
ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুঃ
বিষয় |
তারিখ |
ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ (যারা পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ে মধ্যে আবেদন করতে হবে) | ০৮/০১/২০২২২ (শনিবার) থেকে ১৫/০১/২০২২ (শনিবার) |
আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি | ১৭/০১/২০২২২ (সোমবার) থেকে ২১/০১/২০২২ (শুক্রবার) |
শুধুমাত্র পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ | ২২/০১/২০২২২ (শনিবার) থেকে ২৩/০১/২০২২ (রবিবার) |
পছন্দক্রম পরিবর্তনের সময় | আবেদনের তারিখ থেকে ২৪/০১/২০২২ |
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ | ২৯/০১/২০২২ শনিবার রাত ৮:০০ টায় |
শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষাথী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) | ৩০/০১/২০২২২ (রবিবার) থেকে ০৬/০২/২০২২ (রবিবার) |
২য় পর্যায়ে আবেদন গ্রহণ | ০৭/০২/২০২২২ (সোমবার) থেকে ৮/০২/২০২২ (মঙ্গলবার) |
২য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ | ১০/০২/২০২২ (বৃহস্পতিবার রাত ৮:০০ টায়) |
২য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষাথী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) | ১১/০২/২০২২২ (শুক্রবার) থেকে ১২/০২/২০২২ (শনিবার) |
৩য় পর্যায়ের আবেদন গ্রহণ | ১৩/০২/২০২২ (রবিবার) |
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ | ১৫/০২/২০২২ (মঙ্গলবার রাত ৮:০০ টায়) |
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ | ১৫/০২/২০২২ (মঙ্গলবার রাত ৮:০০ টায়) |
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) | ১৬/০২/২০২২২ (বুধবার) থেকে ১৭/০২/২০২২ (বৃহস্পতিবার) |
ভর্তি | ১৯/০২/২০২২২ (শনিবার) থেকে ২৪/০২/২০২২ (বৃহস্পতিবার) |
ক্লাস শুরু | ২ মার্চ, ২০২২ইং (বুধবার) |
বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং কলেজ/সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত নোটিশঃ
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তিকৃত কোন ছাত্র বা ছাত্রীর ছাড়পত্র ইস্যু করা যাবে না। কিংবা বোর্ডের পূর্বানুমতি ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না। ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ/সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরণের ভর্তিকৃত ছাত্র/ছাত্রী ভর্তির ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
Also read:
- পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিঃ এ চাকুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে চাকরি
- খালাসী পদে বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
Post Related Things:
সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সরকারি জব, বেসরকারি জব, সেনাবাহিনীর চাকরি, সাপ্তাহিক চাকরির খবর, প্রাইমারি নিয়োগ, প্রাইমারি চাকরি, ssc result 2021, dakhil result 2021, madrasha board result 2021,educationboard result 2021, ssc result 2022, jessore board result 2021,dhaka board result 2021,barisal board result 2021, rajshahi board result 2021,cumilla board result 2021, নিবন্ধন, বিশ্ব খবর, বিনোদন খবর, পুলিশ চাকরি, বিজিবি চাকরি, শিক্ষক নিয়োগ,
Govt news – 2022, Govt job, private job, chakrir khobor, hsc, ssc, jsc, psc, results, exam result, update job circular, new job circular, all job circular, bgb job, deffence job – 2022, university admission, freelancing, outsourcing, online income, web design, graphic design, bangla newspaper, chakrir porikkha, job exam news, job apply, bank job, bus, train ticket, nid card correction, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে। গ্রুপে জয়েন করতে নিচের বাটনে ক্লিক করুন।
Pingback: ২০২১ সালের এস এস সি পরীক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে ডাচবাংলা ব্যাংক | Dutch Bangla bank scholarship 2021
Pingback: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনে চাকুরি। biwtc govt job circular
Pingback: ২০০ পদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (brtc) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। BRTC JOB CIRCULAR
Pingback: ৫৭৫ পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে (cga) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | cga govt job circular