ই-পাসপোর্ট

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩ | Online E Passport Check

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

ই পাসপোর্ট চেক

অনলাইনে ই পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আপনাকে সরকারি পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখান থেকে চেক স্ট্যাটাস এ ক্লিক করে আপনার ই-পাসপোর্টটি চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

ই পাসপোর্ট চেক করতে কি কি লাগে

ই পাসপোর্ট চেক করতে আপনার দুটি জিনিস অবশ্যই লাগবে। প্রথমত যে অনলাইনে আবেদন করেছেন সেই কপি আবেদন কপিতে উল্লেখিত এপ্লিকেশন আইডি (Application ID) এবং দ্বিতীয়ত পাসপোর্ট আবেদনে উল্লেখিত জন্ম তারিখ।

এয়ারটেল সকল মিনিট ব্যালেন্স চেক করুন সহজে

কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করবেন?

যেকোন ধরণের সরকারী বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি ও নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন পেতে সোশ্যাল মিডিয়ায় পেতে সর্বদা আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।

 

govt job circular

 

আর পড়ুন- সকল প্রকার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম বাংলা ও ইংরেজি এবং পিডিএফ ও ওয়ার্ড ফাইল ডাউনলোড

 

ই পাসপোর্ট চেক করার নিয়ম

ই-পাসপোর্ট চেক করতে নিচের স্টেপগুলো ফলো করুন।

স্টেপ-০১: প্রথমে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করুন।

স্টেপ-০২: পরে অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখিত চেক স্ট্যাটাস (Check Status) মেনুতে ক্লিক করুন।

স্টেপ-০৩: এরপর নিচের ফরমে Online Registration Id বা Application ID এবং জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করান।

স্টেপ-০৪: অবশেষে ক্যাপচা কোড পূরণ করুন এবং চেক (Check) বাটনে ক্লিক করুন।

এভাবে অতি সহজে আপনি আপনার পাসপোর্টে বর্তমান অবস্থা চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
passport check by passport number

ই পাসপোর্ট ডেলিভারি চেক

ই পাসপোর্ট কবে ডেলিভারি দিবে সেটা চেক করার জন্য পাসপোর্ট ডেলিভারি স্লিপে (Delivery Slip) থাকা ১৩ সংখ্যার Application ID দিয়ে চেক করতে পারেন। এজন্য আপনাকে www.passport.gov.bd সাইট থেকে Check Status গিয়ে আইডি ও জন্ম তারিখ দিয়ে দেখতে পারবেন।

ই পাসপোর্টের বর্তমান অবস্থা

ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে আপনাকে পাসপোর্টে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে। এখানে চেক স্ট্যাটাস থেকে পাসপোর্টের অবস্থা জানতে পারবেন।

 

পাসপোর্ট সংক্রান্ত অন্যান্য পোস্টঃ

  1. ই পাসপোর্ট আবেদন প্রক্রিয়া 
  2. ই পাসপোর্ট আবেদন ফি কত
  3. অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
  4. পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
  5. পাসপোর্ট রিনিউ করার নিয়ম
  6. ই-পাসপোর্ট সংশোধন করার নিয়ম

 

 

 

 

প্রতিদিনের চাকরির খবরনিত্যনতুন পোস্টের আপডেটে ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে। গ্রুপে জয়েন করতে নিচের বাটনে ক্লিক করুন।

 

 

T.M. Hadiuzzaman

Web Developer & Future IT Specialist (Dream)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *